মাইক্রোচিপের সংকটেও বিক্রি বেড়েছে অ্যাপলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

গত বছর উৎসবের মৌসুমকে (বড়দিন) সামনে রেখে অ্যাপলের ব্যাপক বিক্রি হয়েছে। মাইক্রোচিপের বৈশ্বিক ঘাটতির কারণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বছরজুড়ে অ্যাপলের পণ্যের বিক্রি বাড়ে ১১ শতাংশ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে আইফোন নির্মাতা এ প্রতিষ্ঠানটির বিক্রি ১১ শতাংশ বেড়ে রেকর্ড ১২ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছে। যা পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

একই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে চার শতাংশ। মহামারি সত্ত্বেও কোম্পানিটির বিক্রি অব্যাহত রয়েছে। যেহেতু মহামারিতে মানুষ বেশি সময় অনলাইনে কাটাচ্ছে তাই এর বিক্রি বেড়েছে বলে জানা গেছে।

এদিকে জানুয়ারির শুরুর দিকে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় তিন লাখ কোটি ডালারে। যদিও সম্প্রতি বাজারের অস্থিতিশীলতার কারণে শেয়ারের দর কিছুটা কমেছে।

গত বছর কোম্পানিটির কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন বিশ্বব্যাপী মাইক্রোচিপের ঘাটতির ফলে এর বিক্রি কমতে পারে। তবে বৃহস্পতিবার কোম্পানিটি বিনিয়োগকারীদের জানায় সেই উদ্বেগগুলো এখন আর নেই।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।