হরতালে সাড়া নেই, চলছে দূরপাল্লার যানবাহন
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আপিলের রায়ে ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে তেমন সাড়া নেই। সকাল থেকেই গণপরিবহণসহ সব ধরনের যানবাহন চলছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম। রাস্তায় প্রাইভেটকার চলতে দেখা গেলেও তা অন্যান্য দিনের মতো নয়।
জামায়াতে ইসলামির ডাকা সকাল-সন্ধ্যার হরতালে নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাবের সব ব্যাটালিয়নও সতর্কতামূলক অবস্থানে রয়েছে। হরতালের সমর্থনে রাজধানীসহ বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এদিন সকাল থেকে দেখা গেছে, রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, কলাবাগান, সাইন্স ল্যাব, গাবতলীসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ছাড়াও মোতায়েন রয়েছে এলিট ফোর্স র্যাব। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, জামায়াতের হরতালে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেজগাঁও এলাকাসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
ডিএমপি’র মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের এএসপি ইকবাল জাগো নিউজকে বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখা ও যে কোনো ধরনের নাশকতা রোধে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমউজ্জামান বলেন, রায়ের বিরুদ্ধে ও জন ভোগান্তির জন্য ডাকা এ হরতালে মানুষের সাড়া মেলেনি। মিরপুর এলাকায় সবকিছু স্বাভাবিক গতিতে চলছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মারুফ হাসান সরদার বলেন, হরতালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে পাশাপাশি রিজার্ভও রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটলেই সেখানে তড়িৎ গতিতে পৌঁছে যাবে পুলিশ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে জানান, নাশকতাকারীদের তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। রাজধানীসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জননিরাপত্তা সংশ্লিষ্ট পয়েন্টে প্রয়োজনীয় সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রয়েছে। নিয়মিত টহলসহ চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়াও সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম কাজ করছে।
বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন রুটে যান চলাচল করছে। কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য, বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ নিজামীর রায়ের বিরুদ্ধে করা আপিলেও ফাঁসির আদেশ বহাল রাখেন। এরপরই দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামি।
বুধবার জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেন। বিবৃতিতে তারা বলেন, “মাওলানা মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরই নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা।
একই সঙ্গে নিজামীর বিরুদ্ধে করা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক বলে দাবি করেছে সংগঠনটি।
জেইউ/এসআইএস