অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা


প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হাশিম আমলা। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের পর এ সিদ্ধান্ত নিলেন তিনি।

বেশ কিছুদিন থেকে তিনি ফর্ম থেকে দূরে সরে আছেন। তারপরও চলতি কেপটাউন টেস্টে তিনি ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডের ৬২৯ রানের জবাব দেন তিনি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, দক্ষিণ আফ্রিকা দলে এই সময়ের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে বিবেচিত। আমি অধিনায়ক হিসেবে সত্যিই কৃতজ্ঞ।

আগামী ১৪ জানুয়ারি থেকে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য তৃতীয় টেস্টে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। চার টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে পিছিয়ে আছে।

টেস্টে অধিনায়কত্ব পাওয়ার পর এ পর্যন্ত ১৪টি টেস্টে নেতৃত্ব দেন আমলা। এর মধ্যে চারটিত জয়, ছয়টিতে ড্র তবে কেপটাউন টেস্টের আগের পাঁচ টেস্টের চারটিতেই পরাজিত তার দল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।