আঘাত হানতে পারে ৮ মাত্রার ভূমিকম্প
হিমালয় অঞ্চলে রিখটার স্কেলে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। বুধবার ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মনিপুরে সোমবারের ভূমিকম্পের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এ আশঙ্কা করেছেন।
২০১১ সালে সিকিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সোমবার পর্যন্ত সমগ্র এলাকাজুড়ে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে গত বছরের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ মাত্রা এবং সম্প্রতি মনিপুরের ৬ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়। এতে ভূ-স্তরের গভীরে বড় ধরনের ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ভূ-প্রাকৃতিক পরিবর্তনের কারণে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। কলারডো বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ রজার বিলহ্যাম বলেন, বর্তমান ভূ-প্রাকৃতিক পরিস্থিতিতে অন্তত চারটি আট মাত্রার ভূমিকম্প হতে পারে। এ ধরনের কম্পন যত দেরিতে হবে সেগুলোর ধ্বংস ক্ষমতা তত বাড়বে।
নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর (এনএইচএ) জানিয়েছে, হিমালয়ের উত্তরের পর্বতাঞ্চলীয় এলাকার ভূ-গর্ভস্থ প্লেটে কম্পন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআইএস/এমএস