কেমন ছিল বিশ্ব রাজনীতি (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

কয়েকদিন আগেই পুরাতন বছর বিদায় নিয়েছে। শুরু হয়েছে নতুন আরো একটি বছর। ইতিহাসের পাতায় বিভিন্ন কারণে ঠাঁই পেয়ে যাবে সদ্য বিদায় নেয়া বছরটি। গত বছর বিশ্ব রাজনীতির ময়দান ছিল নানা কারণে আলোচিত সমালোচিত। জাগো নিউজের পাঠকদের জন্য ২০১৫ সালের বেশ কিছু রাজনৈতিক ঘটনার চিত্র তুলে ধরা হলো।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্টদের একজন। মধ্যপ্রাচ্যে দেশটির অন্যত্রম মিত্র সৌদি আরব। সংরক্ষণশীল সৌদি নীতির কারণে এখনো দেশটির নারীরা রাস্তায় গাড়ি চালাতে পারে না। কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখা যায় ক্ষমতাসীন রাজ পরিবারের ক্ষেত্রে। গত বছরের ২৭ জানুয়ারি রিয়াদে সস্ত্রীক হাজির হন ওবামা। সেসময় মিশেল ওবামার সঙ্গে হাত মেলাতে দেখা যায় সৌদি নেতাদের।

Politics
৩ মার্চ সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসেন বিশ্ব নেতারা। দুপুরে খাওয়া-দাওয়া সেরে ফের ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আগে ফোনে গভীর মনোযোগী অবস্থায় দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে।

iran
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। গত বছরের ৫ মার্চের এ ঘটনায় লিপার্টের মুখের ডান পাশে ও হাতে গভীর ক্ষত হয়। পরে হত্যাচেষ্টার অভিযোগে কিম কি জং নামের ওই হামলাকারীকে ১২ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।

lippert
১৯৬৫ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রে ভোটাধিকার নিয়ে আন্দোলনের সময় কৃষ্ণাঙ্গদের ওপর ব্যাপক নির্যাতন চালায় দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। পরে ভোটাধিকার পায় কৃষ্ণাঙ্গরা। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ভোটধিকার প্রাপ্তির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

obama-bush

জার্মানিতে জি-৭ এর বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভ্ন্নি দেশের নেতারা অংশ নেন গত বছরের ৮ জুন। সম্মেলনের বিরতিতে বাভারিয়ান আল্পসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে খোশ মেজাজে আলোচনা করতে দেখা যায় জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে।

angela-merkel

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।