সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ জানুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির অভিঘাত থামছেই না। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। সবশেষ ২৪ ঘণ্টায়ও বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৬০৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনে।
গ্যাস্ট্রোস্কাইসিসের সফল অস্ত্রোপচার ত্রিপুরায়
ভারতের ত্রিপুরায় প্রথমবারের মতো গ্যাস্ট্রোস্কাইসিস রোগের সফল অস্ত্রোপচার হয়েছে। রাজধানী আগরতলার টিএমসি হাসপাতালে এ সফল অস্ত্রোপচারটি হয়। এতে চিকিৎসক অনিরুদ্ধ বসাকের প্রশংসা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও অস্ত্রোপচার হওয়া শিশুটির পরিবার।
ওমিক্রন-বিরূপ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে মুদি দোকানে পণ্য সংকট চরমে
করোনাভাইরাস ও আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মুদি দোকানগুলোতে। সরবরাহ সংকটের ফলে দেশটির মুদি দোকান বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে নেই পর্যাপ্ত পণ্য। ওমিক্রনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেক কর্মী। তাছাড়া বর্তমানে দেশটিতে শীতকালীন ঝড় শুরু হয়েছে।
ওমরাহ পালনে সৌদিতে নতুন নির্দেশনা
পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কর্তৃপক্ষ বলছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। সম্প্রতি জারি করা এ নির্দেশনা বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে পাকিস্তান
পেট্রোল-ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম বাড়াতে যাচ্ছে পাকিস্তান সরকার। জানুয়ারির ১৬ তারিখ থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার (১৫ জানুয়ারি) দেশটির সরকার এ ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বাড়ায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার পাকিস্তানের জিওটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির তেল-উৎপাদনকারী পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আল-ওমর তেলক্ষেত্রের আশেপাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে সেখানে আগুন লেগে যায়। তবে তেলক্ষেত্রে অবস্থানরত মার্কিন বাহিনী আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে।
সিঙ্গাপুরে বুস্টার ডোজ নিয়েছেন অর্ধেকের বেশি মানুষ
সিঙ্গাপুরে অর্ধেকের বেশি মানুষ করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নিয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ কোটি মানুষ
যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষকে শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত দেশটির ৩৩টি রাজ্যে এ সতর্কতা কার্যকর থাকবে।
বেইজিংয়ে প্রথম ওমিক্রন শনাক্ত
চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম স্থানীয় ভাবে ওমিক্রনের কেস শনাক্ত হয়েছে। বেইজিংয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। উইন্টার অলিম্পিক গেমস শুরুর কয়েক সপ্তাহ আগেই স্থানীয়ভাবে সেখানে ওমিক্রন শনাক্ত হলো। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এক সংবাদ সম্মেলনে বেইজিংয়ের ডিজেজ কন্ট্রোল অথরিটির এক কর্মকর্তা বলেন, ল্যাব টেস্টের মাধ্যমে একজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
কাজাখস্তানে সহিংসতার জেরে নিহত বেড়ে ২২৫
তেলের দাম বাড়ার প্রতিবাদে কাজাখস্তানে বিক্ষোভ-সহিংসতা এবং সরকারপতনের জেরে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। নিহতদের মধ্যে ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) দেশটির প্রোসিকিউটর কার্যালয়ের এক প্রতিনিধি সেরিক শালাবায়েভ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এমএসএম/জেআইএম