সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২২

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির তেল-উৎপাদনকারী পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আল-ওমর তেলক্ষেত্রের আশেপাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে সেখানে আগুন লেগে যায়। তবে তেলক্ষেত্রে অবস্থানরত মার্কিন বাহিনী আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে।

একটি সূত্র বলছে, হামলার পর মার্কিন সামরিক ড্রোন তেলক্ষেত্রের ওপর দিয়ে টহল দেয় এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলার জবাব দেয়।

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিতত আল-বালাদ মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।