মহেশপুর সীমান্তে কবুতরসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত থেকে সাত লাখ ২০ হাজার টাকা মূল্যের ১২ জোড়া বিদেশি কবুতরসহ পলাশ হোসেন (২১) ও সাইফুল ইসলাম (২৩) নামে দুইজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় দিকে তাদের আটক করা হয়।

আটক পলাশ হোসেন মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রামের ফজলুর রহমানের ছেলে ও সাইফুল ইসলাম খোসালপুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

৬-বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার খোসালপুর সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় সাত লাখ ২০ হাজার টাকা মূল্যের ১২ জোড়া বিদেশি কবুতরসহ পলাশ হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।