মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশের মানুষ পুড়িয়ে ও হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। ধর্ম নিয়ে অপ-রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র রক্ষা দিবস ও নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না গিয়ে যে ভুল করেছে তার মাশুল এখনো গুণতে হচ্ছে। আমরা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। দেশে জঙ্গিবাদ মৌলবাদীদের ঠাই দেয়া হবে না ।
 
মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি জামায়াতের সাথে সম্পৃক্ত থেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে । তাদের এ পরিকল্পনা কখনো সফল হবে না । গণতন্ত্র রক্ষার জন্য দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশ রক্ষার দায়িত্ব দিয়েছে।
 
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না । তাদের শক্তি কমে গেছে তাই তারা হরতাল করতে ব্যর্থ হয়েছে । ৫ জানুয়ারি বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্ত দেশের জনগণ তাদের এ সুযোগ দেয়নি ।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ নগরীর ৪১টি ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।