ডিএমপির ৬ নং শর্ত ভঙ্গ করলো আওয়ামী লীগ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া ১৯ শর্তের ৬ নং শর্ত ভঙ্গ করে সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ১৯টি শর্তে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করতে পারবে।
তবে মঙ্গলবার শর্ত ভঙ্গের মধ্য দিয়ে ২ টা ৪৫ মিনিটে সমাবেশ শুরু করে আওয়ামী লীগ। এক্ষেত্রে পুলিশের নিরবতা লক্ষ্য করার মতো। শর্ত ভঙ্গের বিষয়টি সংশ্লিষ্ট এলাকার পুলিশ সদস্যরাও জানেন না বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপির দেয়া ১৯ শর্তের ৬ নং শর্তে বলা হয়েছে ‘কোন অবস্থাতেই রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।’
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, এই ৬ নং শর্ত না মেনে সমাবেশে দলে দলে নেতাকর্মীরা যোগদান করছেন। এমনকি সমাবেশ স্থল থেকেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে দলে দলে মিছিল ব্যানার নিয়ে সমাবেশে যোগদানের কথা বলতে শোনা গেছে।
দুপুর দেড়টা থেকে শুরু করে দুপুর পৌনে তিনটা পর্যন্ত দেখা যায়, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রজন্ম লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শর্ত ভঙ্গ করে সমাবেশে যোগদান করেন। এসময় গুলিস্তান, পল্টন রোডে ব্যাপক যানজট ছিল লক্ষ্য করার মতো।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত মতিঝিলের বিভাগের খিলগাঁও জোনের এএসপি ইকবাল জাগো নিউজকে বলেন, সমাবেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশেরই। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যা করছে তা ঠিক না। তারা সমাবেশে যোগদান করতে রাস্তা রাস্তায় ব্যানার নিয়ে মিছিল করতে করতে আসছেন। এ কারণে রাস্তায় যানজট হচ্ছে বলে জানান তিনি।
জেইউ/এসকেডি/এমএস