ঋণ না পেয়ে ব্যাংকে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১১ জানুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

ব্যাংকের কাছে ঋণ চাইলেই কি পাওয়া যায়? ঋণের আবেদন করার পর বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পরেই ঋণ মঞ্জুর করে ব্যাংক। কিন্তু এ বিষয়টা কয়জনই বা বুঝতে পারেন? অনেকেরই ধারণা ঋণ চাইলেই ব্যাংক দিতে বাধ্য।

ভারতের কর্ণাটকের এক ব্যক্তি কিছুদিন আগেই ঋণের জন্য ব্যাংকে আবেদন করেছিলেন। কিন্তু ব্যাংক তা প্রত্যাখ্যান করায় ওই ব্যক্তি ভীষণ রেগে যান।

ক্ষোভে তিনি ব্যাংকেই আগুন ধরিয়ে দিয়েছেন। রোববার কর্ণাটকের হাভেরি জেলায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে কাজিনেলি পুলিশ স্টেশনে ভারতীয় পেনাল কোডের অধীনে ৪৩৬, ৪৭৭ এবং ৪৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছিলেন। তিনি ভেবেছিলেন ব্যাংক তাকে ঋণ দেবে। কিন্তু বিভিন্ন নথিপত্র যাচাইয়ের পর ব্যাংক তার আবেদন প্রত্যাখ্যান করে। এতে ক্ষীপ্ত হয়ে ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন।

টিটিএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।