আইএসের নতুন প্রচারণা প্রধান ব্রিটিশ নাগরিক!


প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

ইসলামিক স্টেটের সাম্প্রতিক প্রচারণামূলক ভিডিওতে দেখা যাওয়া প্রধান ব্যক্তির নাম সিদ্ধার্থ ধর। ব্রিটেনের এই নাগরিককে আইএসের নতুন জিহাদি জন নামে ডাকা হচ্ছে। খবর বিবিসির।

সম্প্রতি ব্রিটেনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে পাঁচজনের শিরশ্ছেদ করেছে আইএস। ভিডিওতে সিদ্ধার্থ ধরকে দেখা গিয়েছিল। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গোয়েন্দারা বলছে, ওই ব্যক্তি সিদ্ধার্থ ধর বলেই তারা ধারণা করছে।

যুক্তরাজ্যের একটি হিন্দু পরিবারে জন্ম নেয়া ধর পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সিরিয়ায় যাবার আগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের সামনে উগ্র বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে।

এর আগে আইএসের প্রচারণা ভিডিওতে ‘জিহাদি জন’ নামের একজনকে দেখা যেতো, যার আসল নাম মোহাম্মদ এমওয়াজি। তিনিও ব্রিটিশ নাগরিক ছিলেন। বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সিদ্ধার্থ ধর পূর্ব লন্ডনে বসবাস করতেন। আগে হিন্দু ধর্মাবলম্বী থাকলেও পরে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং উগ্রপন্থী গোষ্ঠি আল মুহাজিরুনে যোগ দেন। তার এখনকার নাম আবু রুমায়শা। সাবেক ব্যবসায়ী এবং চার সন্তানের জনক ধরকে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে ২০১৪ সালে গ্রেফতার করা হয়েছিল।

জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।