জুলাই-ডিসেম্বরে রফতানি আয় ১৬০৮ কোটি ডলার


প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রফতানি আয় দাঁড়িয়েছে ১৬ বিলিয়নের কিছু বেশি। যা সরকারের নির্ধারিত লক্ষ্য মাত্রার থেকে প্রায় ১০০ কোটি বেশি। আর প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ শতাংশে। মঙ্গলবার বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো থেকে এ তথ্য পাওয়া গেছে।

হিসেব অনুসারে জুলাই থেকে ডিসেম্বরে (৬ মাস) মোট রফতানি আয় হয়েছে ১ হাজার ৬০৮ কোটি ৩৯ লাখ ডলার। এই সময়ে সরকারের লক্ষ্য মাত্রা নির্ধারিত ছিল ১ হাজার ৫৮৬ কোটি ডলার।

সূত্র বলছে, গত বছরের প্রথম ৬ মাসে রফতানি দাঁড়ায় ১ হাজার ৪৯১ কোটি ৪২ লাখ ডলার। সে হিসেবে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।

জানা যায়, গত ডিসেম্বর মাসে রফতানি আয় হয়েছে ৩২০ কোটি ডলার। লক্ষ্যমাত্রা ছিল ২৯৮ কোটি ডলার। গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ডলার।

অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৬ ভাগ।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।