ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আট যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ জুলাই ২০১৪

ইরানের এক আদালত আট যুবককে সবমিলিয়ে ১২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সাজাপ্রাপ্তদের নাম উল্লেখ না করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশের নিরাপত্তা বাহিনী, ধর্মীয় মূল্যবোধ এবং ইরানি নেতাদের বিরুদ্ধে প্রচারণা চালানোর অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়েছে। তারা তেহরান, ইয়াজদ, সিরাজ, আবাদান ও কিরমানের বাসিন্দা। যুবকদের প্রত্যেককে ১১ থেকে ২১ বছর অব্দি কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তারা এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন।


ইরানি কর্তৃপক্ষ টুইটার ও ফেসবুকসহ সে দেশের সামাজিক নেটওয়ার্কগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে থাকেন। সেখানে কোনো ধরনের অনৈসলামিক তৎপরতা চালাতে দেওয়া হয় না।এর আগেও ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে গত মে মাসে আটজনকে সাত থেকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।