অবশেষে রিয়ালের কোচ হলেন জিদান


প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬

অবশেষে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফরাসি তারকা জিনেদিন জিদানকে। সোমবার সাংবাদিক সম্মেলনে তাকেই নয়া কোচ হিসেবে বেছে নিলো দশবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইউরোপের সাদা জার্সিধারীরা।

মাত্র সাত মাস বার্নব্যুর দায়িত্বে থাকার পর রিয়ালের ম্যানেজার পদ থেকে রাফায়েল বেনিতেজকে পদচ্যুত করে দায়িত্ব পুর্নবন্টন করা হলো। ৫৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড বেনিতেজকে রিয়ালের একটি বোর্ড মিটিংয়ের পর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।

এরপরই রিয়ালের বি দলের কোচ জিনেদিন জিদানকে মূল দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়। রিয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিদান বলেন, ‘সবকিছু যাতে ঠিকভাবে চলে, সেজন্যে আমি আমার হৃদয় এবং আত্মার সবটুকুই এই দায়িত্বের পেছনে ব্যয় কররো।’

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে জিদানই সম্ভবত রিয়ালের পরবর্তী কোচ হতে পারেন। অবশেষে সোমবার তাকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হলো। এর আগে জিদান রিয়ালের বি টিমের কোচ হিসেবে দারুণ কাজ করেছেন।

জুন মাসে কার্লো অ্যান্সেলত্তির জুতোয় পা গলিয়েছিলেন পঞ্চান্ন বছরের প্রাক্তন নেপোলি কোচ বেনিতেজ। কিন্তু, রোনালদোদের কোচ হওয়ার পর থেকেই রিয়াল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।

বার্সালোনার কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর থেকেই বেনিতেজের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। গতকাল ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের ২-২ ড্র হওয়ার ২৪ ঘণ্টার ভিতরেই বেনিতেজকে ছেঁটে ফেলতে দু`বার ভাবলো না ফ্লোরেন্তিনো পারেজের ক্লাব।

তবে কিংবদন্তি খেলোয়াড় জিনেদিন জিদান কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কতোটা উন্নতি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।