চাঁনখারপুলে হাসপাতাল ও ব্লাড ব্যাংককে জরিমানা
রাজধানীর চাঁনখারপুলে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংকসহ মোট তিন প্রতিষ্ঠানকে সাড়ে চার লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর কর্মকর্তাদের উপস্থিতিতে যৌথ অভিযান চলে।
এ সময় বৈধ লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার চৌধুরী জেনারেল হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার, আরাফাত জেনারেল হাসপাতালকে ২ লাখ ও সন্ধান ব্লাড ব্যাংককে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়। চৌধুরী ও আরাফাত জেনারেল হাসপাতালকে সাতদিনের সময়সীমা বেধে দিয়ে বৈধ লাইসেন্স গ্রহণের সুযোগ দেয়া হয়।
ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর জাগো নিউজকে জানান, তিনটি প্রতিষ্ঠানই স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত হয়ে আসছিল। অভিযানকালে চৌধুরী জেনারেল হাসপাতালে ১ জন চিকিৎসক পাওয়া গেলেও আরাফাত জেনারেল হাসপাতালে কোন চিকিৎসক পাওয়া যায়নি। ওই সময় চৌধুরী জেনারেল হাসপাতালে ২ জন ও আরাফাত জেনারেল হাসপাতালে গত ৭ দিনে ১৭ জন রোগী ভর্তি থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানান তিনি।
ওষুধ প্রশাসন অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন ও র্যাব ২ এর কোম্পানি কমান্ডার ড. দিদার। ওষুধ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন; ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর ও মো. অজিউল্ল্যা।
এমইউ/এসএইচএস/আরআইপি