এবার তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বাহরাইন
এবার তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের অন্যতম মিত্র বাহরাইন। ইরানের কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে বাহরাইন ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটি। খর রয়টার্সের।
শনিবার সৌদি আরবে সন্ত্রাসের দায়ে শিয়া নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকরের ঘোষণা দেয় সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে রোববার ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেট ভবনে হামলার ঘটনা ঘটে। সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পরে এ ঘটনার জের ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। শুধু তাই নয়, ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সোমবার ইরানে নিযুক্ত সৌদি কুটনীতিক মিশনের ৪৭ কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশে ফিরে গেছেন।
সন্ত্রাসের দায়ে শিয়া নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকরের পর দেশ দুটি চরম বাকযুদ্ধে জড়িয়ে পড়ে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এ দুই রাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে থাকে। এর জেরে সৌদি আরবের অন্যতম মিত্র বাহরাইন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো।
এসআইএস/পিআর