নোয়াখালীতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

নোয়াখালীর মাইজদীর পৌর এলাকার দক্ষিণাঞ্চলের সোনাপুর, শ্রীপুর, মহব্বতপুর, জালিয়াল, উত্তর লক্ষ্মীপুর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন থেকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে রয়েছে।

সোমবার দুপুরে এ সকল গ্রামের নারী-পুরুষ গ্যাস সরবরাহের দাবিতে জেলা শহর মাইজদী অবস্থিত বাখরাবাদ গ্যাস অফিস ঘেরাও করে এবং জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসক বদরে মুনির চৌধুরীর নিকট স্বারকলিপি প্রদান করেন। এ সময় কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ, মমতাজুল করিম বাচ্ছু, সংরক্ষিত নারী কাউন্সিলর ফরিদা ইসলাম কর্মসূচিতে অংশ নেয়।

তারা এ সমস্যার আসু সমাধান না হলে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেয়।

মিজানুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।