সিংগাইর পৌরসভায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয়
প্রচার কাজে বাঁধা দেয়াসহ কর্মী-সমর্থকদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করলেন মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মো. শাজাহান। সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এ সময় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড.জাহিদুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার তফসের উদ্দিন ও শায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মীর মোহাম্মদ শাজাহান বলেন, স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম বাসায় বসে প্রতিদিনই নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন। তার ইঙ্গিতেই পুলিশ প্রশাসন ও নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মো. বাশার কর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন। বাধা দেয়া হচ্ছে প্রচার কাজেও। এলাকায় তার পক্ষে মহড়া দিচ্ছেন বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী।
তিনি অভিযোগ করে বলেন, কথিত নির্বাচনী ক্যাম্প পোড়ানোর ঘটনায় শাজাহানসহ তার বেশ কয়েকজন কর্মী-সমর্থকের নামে মামলা দেয়া হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মীর মোহাম্মদ শাজাহান বলেন, প্রচার কাজে বাঁধা দেয়াসহ বিভিন্ন হয়রানির বিষয়ে রিটানিং অফিসারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেননি।৭ জানুয়ারি সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
বি.এম খোরশেদ/এসএস/পিআর