পাকিস্তানে নববর্ষ উদযাপনের সময় নিহত ১, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০১ জানুয়ারি ২০২২

পাকিস্তানে ইংরেজি নববর্ষ উদযাপনকালে আতশবাজির পাশাপাশি বিপজ্জনকভাবে আকাশের দিকে নির্বিচারে গুলি ছোড়ার কারণে অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির বিভিন্ন থানা বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। শনিবার (১ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ১১ বছর বয়সী আলী রাজা নামের একজন জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উত্তর করাচির বাসিন্দা।

এদিকে ইদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ডা. রুথ ফাউ সিভিল হাসপাতাল, জেপিএমসি ও আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, নতুন বছর উদযাপনের জন্য কেউ যাতে আকাশের দিকে নির্বিচারে গুলি ছোড়তে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। করাচি পুলিশের মুখপাত্রের জারি করা বিবৃতিতেও জানানো হয়েছিল, উদযাপন পর্যবেক্ষণের জন্য একটি দল গঠন করা হয়েছে।

তাছাড়া নববর্ষ উদযাপনের একদিন আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও আকাশের দিকে নির্বিচারে গুলি চালানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, চাঁদের রাত, নববর্ষের আগের দিন, স্বাধীনতা দিবস, বিয়ের অনুষ্ঠান, বিজয় উদযাপন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে আকাশের দিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়েছে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।