পুরান ঢাকায় ভবন হেলে পড়ার গুজব
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার মাজেদ সরদার রোডের সুইপার কলোনির পাশে একটি ভবন হেলে পড়ার গুজব সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ভবনটি থেকে ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুমে ফোন করে এ তথ্য জানানো হয়। এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনটিকে ঝুকিমুক্ত ঘোষণা করেছেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসের আতাউর রহমান জাগো নিউজকে জানান, “সকালে ম্যাসেজ পেয়ে বাড়িটিতে ফায়ার ইউনিট পাঠানো হয়। তবে আমাদের মাপকাঠিতে ভবনটি হেলেনি। ভূমিকম্পে আতঙ্কগ্রস্থ হয়েই এলাকাবাসী হেলে পড়ার আশঙ্কা করেছে।”
এর আগে সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের মনিপুরে উৎপত্তির সময় এর মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬ দশমিক ৮।
এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জুরাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী।
এআর/আরএস/এমএস