ভারতে ভূমিকম্পে ৪ জনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ, ভারত, ভুটান ও মিয়ানমারে সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ভারতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে শতাধিক। ভারতের সংবাদমাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৫ কিলোমিটার।

পিটিআই জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িষায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। মনিপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। ইম্ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মিয়ানমার কিংবা ভুটানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঢাকায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বাসা থেকে নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।