১০ জানুয়ারি আইওএনএস সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

আগামী ১০ জানুয়ারি রাজধানীতে পঞ্চম ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়াম (আইওএনএস)-এর দ্বিবার্ষিক সম্মেলন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ চারদিনের এই সম্মেলন উদ্বোধন করবেন। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩৬টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে সম্মেলন উদ্বোধন করার আমন্ত্রণ জানান। সাক্ষাতকালে এম ফরিদ হাবিব রাষ্ট্রপতিকে অবহিত করেন যে ভারত, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশের নৌপ্রধানরা সম্মেলনে যোগ দেবেন।

নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন যে, ২০১৬-২০১৮ মেয়াদের জন্য বাংলাদেশ আইওএনএস-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফরিদ হাবিব সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও তাকে অবহিত করেন।

রাষ্ট্রপতি হামিদ নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।