ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ১৫
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি ক্যাম্পে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত হয়েছে। রোববারের এ হামলায় আহত হয়েছে আরো ২২ জন। খবর রয়টার্সের।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, তিকরিতের কাছে যুক্তরাষ্ট্রের সাবেক একটি সেনা ক্যাম্পের কাছে প্রথমে দুই আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। ইরাকের পুলিশ সদস্যদের ওই ক্যাম্পে প্রশিক্ষণ দেয়া হতো। পরে সেখানে আরো তিন হামলাকারী ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে অনলাইনে এক বিবৃতি দিয়েছে।
ইরাকে শিয়া ও সুন্নিদের নিয়ে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক দ্বন্দ্ব চলে আসছে। সিরিয়া সীমান্তের কাছে ক্যাম্প স্পেইচারে এ হামলার আগে ২০১৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত ১৭ শ সেনা নিহত হয়েছে। রামাদিতে আইএসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর গত সপ্তাহে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনারা।
এসআইএস/আরআইপি