কোদালের আঘাতে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি ইটভাটায় মাটি কাটার সময় নিজের কোদালের আঘাতে মোমিনুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঢোলভাংগার (পাইকা) এলাকার সুজা চেয়ারম্যানের এনএ ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মোমিনুল ইসলাম ঢোলভাঙ্গার ওই ইটভাটায় মাটি কাটার কাজে যান।

মোমিনুল তার সহকর্মীদের সঙ্গে একটি উচু মাটির ঢিবি থেকে কাজ করছিলেন। এক পর্যায়ে তার ব্যবহৃত কোদালটির হাতলের মাথা থেকে লোহার অংশ খুলে নিজের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, বিষয়টি শুনেছি। পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

অমিত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।