আগারগাঁও পাসপোর্ট অফিসে মেয়র আনিসুল হক


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রোববার সকালে পাসপোর্ট অফিসের হালহকিকত সরেজমিন দেখতে আগারগাঁও যান আনিসুল হক।

এসময় তিনি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রি. জে. মো. মাসুদ রেজওয়ান ও অধিদফরের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
মতবিনিময়য়ের সময় আনিসুল হক পাসপোর্ট ইস্যু, নবায়ন ও অন্যান্য কাজে আসা মানুষের হয়রানি দূর করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও পাসপোর্ট অফিসের মূল সমস্যা দালালের নিয়ন্ত্রণ ও দুর্ভোগ থেকে মুক্তিসহ পুরো পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দিক-নির্দেশনা দেন।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।