তেহরানে সৌদি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিক্ষোভ ক্রমেই বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পরে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

এর আগে দূতাবাসের সামনে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই ঘটনার কঠোর প্রতিশোধ নেয়ারও ঘোষণা করেছে ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড।

সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হলেও, নিমর-এর সমর্থকেরা মনে করছেন- সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে এ দণ্ড দেয়া হয়েছে। সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও এর প্রতিবাদ হয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।