এই জয় মানুষের: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

পশ্চিমবঙ্গ সংবাদদাতা: জ্যোতির্ময় দত্ত

কলকাতা পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের খবরে কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির কাছে কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।

সেখানে শুরু হয় আবির খেলা ও মিষ্টি বিতরণ। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন।

এ সময় মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘এই জয় মানুষের জয়। কলকাতাকে আরও সুন্দর ও উন্নত করতে কাজ করতে হবে।’

এদিকে কলকাতায় জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। দুপুর ২টা পর্যন্ত গণনায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয় পেয়েছে তৃণমূল।

ভোটের ফলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপিসহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের ১৩৪টির বিপরীতে বিজেপির জয় মাত্র ৩ ওয়ার্ডে।

এমন ফল সামনে আসার পর বিজেপিসহ বিরোধীরা অভিযোগ করেছে, ভোট লুট করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে।

তবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নাচতে না জানলে উঠান বাঁকা। মানুষ বিরোধীদের ভোট দেয়নি।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।