তৃণমূলের দখলেই কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

জ্যোতির্ময় দত্ত, পশ্চিমবঙ্গ সংবাদদাতা

কলকাতায় জয়ের ধারা বজায় রাখলো তৃণমূল কংগ্রেস। দুপুর ১২টা পর্যন্ত গণনায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩২টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। কার্যত বিরোধী দলশূন্য এই ভোট সম্পূর্ণ তৃণমূলের পক্ষেই গেলো।

ভোটের ফলাফল এখনো সম্পূর্ণ নয়। তবে গণনার যে ধারা, তাতে কলকাতায় তৃণমূলের জয় নিশ্চিত।

অন্যদিকে ভোটের ফলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপিসহ অন্যরা।

দুপুর ১২টা পর্যন্ত সবশেষ ফলাফলে তৃণমূল কংগ্রেসের ১৩২টির বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ৫টি ওয়ার্ডে। এছাড়া বামফ্রন্ট ২, কংগ্রেস ২ এবং অন্যরা এগিয়ে রয়েছে ৩টিতে।

এমন ফল সামনে আসার পর বিজেপিসহ বিরোধীরা অভিযোগ করেছে, ভোট লুট করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে।

তবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নাচতে না জানলে উঠান বাঁকা। মানুষ বিরোধীদের ভোট দেয়নি।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।