গাজায় ইসরায়েলের বিমান হামলা


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০২ জানুয়ারি ২০১৬

গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে গাজা থেকে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর শনিবার এ হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

গাজা উপত্যকার দক্ষিণে রাফার উত্তরে বেইত হানুনের চারটি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী গাজা উপত্যকায় হামাসের দুটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলার জন্য হামাস দায়ী।

ফিলিস্তিন ও ইসরায়েলের গত কয়েক মাসের সহিংসতায় এখন পর্যন্ত ১৩০ ফিলিস্তিনি ও ২১ ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ঘটেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।