ফরিদপুরে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

ফরিদপুরে বিভিন্ন স্কুলের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে তারার মেলা ঈশান মেমোরিয়াল আধুনিক শিশু বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিব পদ দে ও উক্ত স্কুলের অধ্যক্ষ শাহানা আক্তার জলি।

জেলা প্রশাসক এসময় তারার মেলা, ফরিদপুর উচ্চ বিদ্যালয় ও চুনাঘাট দাখিল মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন। অপর দিকে শহরের আদর্শ বালিকা বিদ্যালয়েও বছরের প্রথমদিনে বই বিতরণ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন সকালে ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

এসএম তরুন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।