রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

রাজশাহী মহানগরীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহানগরীর মালদা কলোনী এলাকার মোটর ইঞ্জিন মিস্ত্রি বাচ্চু (৩৫) ও সহকারি এরশাদ (৪৫) ও আদু (৪০)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহী আসা একটি বাস মহানগরীর প্রবেশমুখে স্টেডিয়াম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাচ্চু মারা যান। স্থানীয় লোকজন উদ্ধার করে মোটরসাইকেল আরোহী এরশাদ ও আদুকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ ও আদু মারা যায়।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

শাহরিয়ার অনতু/জেডএইচ


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।