শিমলা আসছেন
ঘরে অসুস্থ মা। আজ এই হাসপাতাল তো কাল অন্য হাসপাতাল। এর মধ্যে আবার ছবির শুটিং, ফটোশুট, নতুন গল্পের সিটিং। কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছি না - বললেন সিমলা।
তিনি এখন রুবেল সিদ্দিকীর `নিষিদ্ধ প্রেমের গল্প`র শুটিং করছেন। ছবিতে তাঁর নায়ক হুমায়ূন আহমেদের `ঘেটুপুত্র কমলা`র মামুন! `শিশুশিল্পীর নায়িকা?` বলতেই গালভরে হাসলেন। `চরিত্র অনুযায়ী নায়ক নির্বাচন করেছেন পরিচালক। মামুনের বয়সী কাউকেই দরকার ছিল।`
সিমলার হাতে এখন সাতটির মতো পাণ্ডুলিপি। প্রতিটির গল্পই তাঁকে ঘিরে। স্বপ্ন দেখছেন, এই ছবিগুলো ঠিক থাকলে ২০১৫ সালই হবে তাঁর ঘুরে দাঁড়ানোর বছর। খবর কালের কণ্ঠের
ক্যারিয়ারের প্রথম থেকেই সাবধানী সিমলা। `ম্যাডাম ফুলি` হিট করার পর একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন। কিন্তু নামমাত্র পরিচালকদের ছবিতে অভিনয় করেননি। তখন শহিদুল ইসলাম খোকন, মালেক আফসারীর মতো পরিচালকদের একাধিক ছবিতে অভিনয় করেছেন। এখনো সমান সাবধানী তিনি। গত এক বছরে মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছে- হাবিবুর রহমানের `রূপগাওয়াল` ও মাসুদ পথিকের `নেকাব্বরের মহাপ্রয়াণ`। ছবি দুটি সে অর্থে জনপ্রিয়তা না পেলেও সমালোচকদের দৃষ্টি কেড়েছে। এতেই তিনি খুশি- `ক্যারিয়ারের প্রথম ছবিতে যেমন নাম ভূমিকায় অভিনয় করেছি, এখনো চাই এমন ছবিতেই দর্শক আমাকে দেখুক। তিনটি গান আর দুটি ফাইট করে নায়কের পিছু পিছু দৌড়ানোর ইচ্ছা আমার নেই। এসব ছবির প্রস্তাব আমি সানন্দে ফিরিয়ে দিই। অপেক্ষায় থাকি পরের ছবির জন্য।`
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে গল্প বাছাই করেছেন। অ্যাকশনধর্মী গল্পের নাম ভূমিকায় নিজেই অভিনয় করবেন। এ ছাড়া নতুন একটি জুটিকেও সুযোগ করে দিতে চান। এরই মধ্যে শুটিংয়ের লোকেশন ঠিক করে ফেলেছেন- `গল্প অনুযায়ী রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় বেশির ভাগ শুটিং হবে। ঢাকার কিছু লোকেশনেও শুটিং করতে হবে। নতুন বছরের শুরুতেই শুটিংয়ে নামব।`
নিজের প্রযোজিত ছবির নায়ক বা পরিচালকের নাম এখনই জানাতে চান না সিমলা, সঠিক সময়ে ঘটা করে জানাবেন।