আধুনিকায়নের জন্য ২৭ প্লেন বিক্রি করবে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১

ভিয়েতনাম এয়ারলাইন্স তাদের বহরে থাকা ২৭টি প্লেন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ওই প্লেনগুলোর মধ্যে ১৫টি বিক্রি করা হবে চলতি মাসে। আর বাকি ১২টি প্লেন বিক্রি হবে আগামী দুই বছরে মধ্যে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা লে হং হা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিয়েতনাম এয়ারলাইন্স ডিসেম্বরে নয়টি এ-৩২১ ও ছয়টি এটিআর-৭২ বিক্রি করার পরিকল্পনা করছে। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে অতিরিক্ত ১২টি এ-৩২১ প্লেন বিক্রি করবে। লে হং হা মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শেয়ার হোল্ডারদের সঙ্গে এক সাধারণ সভায় এ কথা বলেন।

এমন সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হলো ভিয়েতনামের মালিকানাধীন প্লেনের সংখ্যা কমানো এবং প্লেনকে আরও আধুনিকায়ন করা। তাছাড়া যেসব প্লেনের বয়স ১২ বছরের বেশি সেগুলোর পরিবর্তন করা।

আগামী বছর ভিয়েতনাম এয়ারলাইন্সের আটটি ওয়াইড-বডি প্লেন ও ২২টি ন্যারো-বডির সমতুল্য প্লেন থাকবে বলে ধারণা করা হচ্ছে। ২৯টি ওয়াইড-বডি ও সাতটি আরটিআর-৭২সহ বর্তমানে ভিয়েতনামের ১০৬টি প্লেন রয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্স গত পাঁচ মাসে দুইটি এ-৩২১ বিক্রি করেছে।

করোনা মহামারিতে ভিয়েতনামের এভিয়েশন শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। এ সময় যাত্রী পরিবহনের পরিবর্তে ওয়াইড-বডি ও এ-৩২১ প্লেন পণ্য পরিবহনে ব্যবহার করেছে ভিয়েতনাম এয়ারলাইন্স। করোনা মহামারির ফলে তৃতীয় প্রান্তিকে ভিয়েতনাম এয়ারলাইন্সের ক্ষতি হয় ১৫ কোটি ৪৩ লাখ ডলার। যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের তুলনায় কম।

এমএসএম/টিটিএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।