বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে ভারতের চিন্তার কিছু নেই: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ভারতের চিন্তার কিছু নেই। কারণ, বাংলাদেশ-ভারতের মধ্যকার পরীক্ষিত সম্পর্কের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না এবং দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। সম্প্রতি ভারত সফরকালে বার্তা সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে যে স্বাধীনতাবিরোধী শক্তির হাত ছিল, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছে, তারাই ভারতের বিরুদ্ধে বিষবাষ্প ছড়াচ্ছে।

শাহরিয়ার আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের তুলনা হয় না। এর মধ্যে উদ্বেগের কিছু নেই। ভারত সরকারও এটি স্পষ্ট বোঝে।

বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, চীন অবশ্যই অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। যদি বিশ্ববাণিজ্যের দিকে তাকান, চীনের সঙ্গে যে দেশগুলোর মেলে না, তারাও তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে রয়েছে। চীন বাংলাদেশেরও বাণিজ্য অংশীদার। সরকারি-বেসরকারি খাতে তারা দারুণ সব ব্যবসায়িক প্রস্তাবনা নিয়ে আসে।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে এবং ভারত সরকারও বিষয়টি বোঝে। তিনি বলেন, একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমরা চীনা অর্থায়নে পদ্মা সেতু বানাচ্ছি কিনা। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এতে চীনের একটি পয়সাও ব্যবহার হয়নি। সেতুটি একটি চীনা ঠিকাদার, একটি স্বতন্ত্র পক্ষের মাধ্যমে তৈরি হচ্ছে। তাদের সরকার এতে জড়িত নয়। কথায় কথায় এভাবেই অনেক কিছু হারিয়ে যায়।

প্রতিমন্ত্রী বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবশেষ সফরে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তার অর্ধেকও এগোয়নি। এমনকি, ভারত আমাদের চেয়ে অনেক বেশি প্রকল্পে চীনাদের সঙ্গে হাত মিলিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিই হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’।

সূত্র: ইকোনমিক টাইমস

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।