মানবজাতির কল্যাণে তরুণদের এগিয়ে আসতে হবে


প্রকাশিত: ১১:৩২ এএম, ০১ জানুয়ারি ২০১৬

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, দেশের উন্নতি ও মানবজাতির কল্যাণের জন্য মেধা ও মননে নবীন ও তরুণদের এগিয়ে আসতে হবে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের ১২তম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, প্রতিনিয়ত পরিবর্তন, নতুনত্ব এবং অগ্রগতির কারণে বর্তমান বিশ্ব দিন দিন আরও চ্যালেঞ্জিং এবং পারস্পরিক একনিষ্ঠ সহযোগিতার উপর নির্ভরশীল হচ্ছে।

এর আগে রাষ্ট্রপতি দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে ঝিনাইদহ ক্যাডেট কলেজ হেলিপ্যাডে অবতরণ করেন। পরে কলেজ ক্যাডেটরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

শুক্রবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপি অনুষ্ঠিত এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের ১২তম পুনর্মিলনী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেক্সকার সভাপতি এসকে মারুফ হাসান। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব রাখায় ৫ জন এক্স ক্যাডেটকে ক্রেষ্ট প্রদান করা হয়।

রাষ্ট্রপতির জন্মদিন হওয়ায় অনুষ্ঠানে বিশাল আকৃতির কেক কাটা হয়। তিনি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বক্তব্য শুরু করেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।