শিক্ষা প্রসারে রাজপথে জাগো ফাউন্ডেশনের ১০ হাজার তরুণ


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২০ নভেম্বর ২০১৪

শিক্ষা প্রসারে রাজপথে প্রচারনায় নেমেছে জাগো ফাউন্ডেশনের ১০ হাজার তরুণ-তরুণী। বৃহস্পতিবার সকাল থেকেই তারা ছড়িয়ে পড়েছে রাজধানীর ১৫টি ট্রাফিক সিগন্যালে।

প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক শিশু দিবসে এমন কর্মসূচি পালন করছে জাগো ফাউন্ডেশনের অনুপ্রেরণায় গঠিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)।

রাজধানী ছাড়াও ২৮ জেলায় স্বেচ্ছাসেবকরা পথে পথে শিশুদের শিক্ষার জন্য প্রচারণা চালাচ্ছে।

অন্যদিকে ঢাকার প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত শিশু নিয়ে যাওয়া হবে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে, যেখানে তারা দিনভর আনন্দ করবে। অন্যান্য জেলার শিশুদের নিয়ে যাওয়া হবে বিভিন্ন বিনোদনমূলক পার্কে।

এই কর্মসূচিতে সহযোগিতা করছে আমেরিকান সেন্টার ট্রান্সকম ফুড লিমিটেড এবং বেক্সিমকো ফার্মা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।