ইতালিতে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯
ইতালিতে একটি ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া এখনও আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার সকালে ইতালির সিসিলিয়ান শহর রাভানুসায় ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির দমকল সেবা ভিজিলি ডেল ফুওকো এবং বার্তা সংস্থা এএনএসএ'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন। দমকল সেবা ভিজিলি ডেল ফুওকো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একজনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত জীবিত দুজন নারীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
ইতালিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিক থেকে একটি বড় বিস্ফোরণের পরই ভবনটি ধসে পড়ে। এতে তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, এ ধরনের বিস্ফোরণের ঘটনা খুবই বিরল।
টিটিএন/জেআইএম