বিপিনকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্যকারীকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্যের পরই গুজরাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আহমেদাবাদ সাইবার ক্রাইম সেল গ্রেফতার করেছে ৪৪ বছরের ওই ব্যক্তিকে। যদিও পুলিশ জানিয়েছে, রাওয়াতকে নিয়ে মন্তব্যের জন্য নয়। তাকে গ্রেফতার করা হয়েছে পূর্ববর্তী এক পোস্টের জন্য।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিবভাই রাম গুজরাটের আমরেলির বাসিন্দা। তিনি হিন্দু দেবদেবীর উদ্দেশে খারাপ মন্তব্য করেছেন। পাশাপাশি জন প্রতিনিধিদেরও গালাগালি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মন্তব্যের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে।

পুলিশের বিবৃতিতে আলাদা করে রাওয়াত নিয়ে মন্তব্য না করা হলেও এসিপি জিতেন্দ্র যাদব জানিয়েছেন, সাম্প্রতিক পোস্টের জন্যই সমস্যায় পড়েছেন অভিযুক্ত। জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার কারণেই ওই ব্যক্তির কথা জানতে পারি আমরা। টাইমলাইন খতিয়ে জানতে পারি এর আগেও হিন্দু দেবদেবীদের নিয়েও এই ধরনের অবমাননাকর পোস্ট করেছিলেন তিনি। পাশাপাশি জনপ্রতিনিধিদের উদ্দেশেও এই ধরনের পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এর আগে অভিযুক্ত তাদের গ্রামের উপপ্রধান ছিলেন। ২০১০ থেকে টানা চার বছর সেই দায়িত্ব পালন করেন ওই ব্যক্তি। তার ইচ্ছা ছিল গ্রামপ্রধান হওয়ার। কিন্তু সেই স্বপ্ন সত্যি না হওয়ার পর থেকেই সকলের নজর কাড়তে এই ধরনের পোস্ট করা শুরু করেন।

গত বুধবার বিপিন রাওয়াতসহ ১৪ জনকে নিয়ে ওয়েলিংটনে অবস্থিত ভারতীয় সেনার একটি কলেজের দিকে যাওয়ার সময় ভেঙে পড়ে হেলিকপ্টার। সেই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। তাদের অন্যতম ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক। তার এই আকস্মিক ও অকালপ্রয়াণে শোকস্তব্ধ ভারত। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সূত্র: এনডিটিভি

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।