বিসিসির অনলাইন আউটসোর্সিংয়ের সনদ বিতরণ


প্রকাশিত: ১০:৩৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইনের ওপর অনলাইন আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয়া কৃতি শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

সম্প্রতি বিসিসির মিলনায়তনে চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ শিক্ষার্থীকে পাইলট ভিত্তিক এ সনদপত্র দেয়া হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিসিসির সচিব মো. মিজানুর রহমান, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহম্মদ এনামুল কবির, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেন, লুমেক্সটেকের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলামসহ বিসিসির অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি এসএম আশরাফুল ইসলাম বলেন, এমন একটি সময়োপযোগী উদ্যোগে স্বতস্ফুর্তভাবে এগিয়ে এসে স্বার্থকভাবে সম্পন্ন করার জন্য ক্রিয়েটিভ আইটি এবং লুমেক্সটেকের প্রশিক্ষকদলকে ধন্যবাদ জানান। আগামীতে এসব উদ্যোগের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।