এয়ার কানাডার বিমানের জরুরি অবতরণ : আহত ২১
এয়ার কানাডার একটি বিমান ক্যালগ্যারিতে জরুরি অবতরণ করেছে। বুধবারের এ ঘটনায় বিমানটির অন্তত ২১ আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে বিমানটি চীনের সাংহাই থেকে টরেন্টো যাচ্ছিল।
এয়ার কানাডা কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় বলছে, এসি-০৮৮ বিমানটি সাংহাই থেকে টরেন্টো যাওয়ার পথে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। এ অবস্থায় বিমানের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে গতিপথ পরিবর্তন করা হয়। পরে ক্যালগ্যারিতে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমান কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এসি০৮৮ ফ্লাইটটি ৩৩২ যাত্রী ও ১৯ ক্রু নিয়ে যাত্রা শুরু করেছিল। জরুরি অবতরণ করায় বিমানটির ২১ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় ২০ জন আহত হয়েছে বলে সিবিসি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এসআইএস/পিআর