ভারতের রামপালের আশ্রমে ৫ লাশ উদ্ধার


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৪

ভারতের হরিয়ানায় বিতর্কিত হিন্দু ধর্মপ্রচারক রামপালের কমান্ডো বাহিনী ও পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এই সংঘর্ষে আহত হয়েছে অন্তত আরও ২০০ জন। পুলিশের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, উদ্ধার করা পাঁচ লাশের চারটি নারী ও একটি শিশুর। রামপালের আশ্রমের চারপাশে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কয়েক হাজার পুলিশ মোতায়েন আছে বলেও জানানো হয় খবরে। শহর থেকে আশ্রমগামী একমাত্র রাস্তাটিও পুলিশ বন্ধ করে রেখেছে। আশ্রমের চারপাশে গাড়ি বলতে শুধু গণমাধ্যমের গোড়ি দেখা গেছে।

আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে স্বঘোষিত ধর্মগুরু রামপালকে গ্রেফতার করতে গেলে হরিয়ানা পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে গুরুর সমর্থকদের। আশ্রমের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে তারা, যেন গুরুকে গ্রেফতার করতে আশ্রমের ভেতর ঢুকতে না পারে পুলিশ।

এ সময় পুলিশ লাঠিচার্জ করে। নিক্ষেপ করে কাঁদানে গ্যাস। রামপালের কমান্ডো বাহিনী এ সময় সিলিন্ডার বিস্ফোরণের চেষ্টা চালায়। আশ্রম থেকে শতাধিক নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।- বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।