কোস্টারিকায় ৯ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৬:১৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার গবাদি পশুর একটি ট্রাক থেকে ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে যাদের মধ্যে ৯ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। খবর বিবিসি ও এএফপি।

এই অভিবাসীরা বলছেন, তারা মানবপাচারকারীদের হাজার হাজার ডলার দিয়েছেন পানামা সীমান্ত পাড় করে দেয়ার জন্য। তাদের মধ্যে অর্ধেক রয়েছেন নেপালের নাগরিক। বাকিরা বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, ইরাক ও পাকিস্তানের।

গত কয়েক বছর ধরেই কোস্টারিকা এশিয়ার নাগরিকদের দেশটিতে যেতে বাধা দিচ্ছে।

বার্তা সংস্থার এএফপি বলছে, ট্রাকের চালকসহ আরো তিনজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। প্রমাণ হলে তাদের দুই থেকে ছয় বছরের জেল হতে পারে।

এই ৫১ জনের মধ্যে ২৬ জন নেপালের, ৯ জন বাংলাদেশের, ৯ জন সোমালিয়ার, ৪ জন ইরিত্রিয়ার বাকিরা ইরাক ও পাকিস্তানের। তাদের ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে বলে এএফপির খবরে বলা হচ্ছে।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।