রিয়ালকে পেছনে ফেলে বার্সার গোলের রেকর্ড


প্রকাশিত: ০৫:২৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ল বার্সেলোনা। পাঁচ পাঁচটি শিরোপা জয়ের বছরের শেষ ম্যাচে এসে স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে লুইস এনরিকের দল। এ বছর বার্সেলোনার মোট গোল ১৮০টি। রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে ১৭৮টি গোল করে ওই রেকর্ড গড়েছিল।
 
১৭৬ গোল নিয়ে বুধবার রাতে বেতিসের বিপক্ষে খেলতে নামা বার্সেলোনার ইতিহাস গড়তে প্রয়োজন ছিল ৩টি গোলের। ৩০তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সে লক্ষ্যে এক ধাপ এগোয় তারা। তিন মিনিট বাদে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলে রিয়ালকে স্পর্শ করে করে দলটি। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেসের নৈপুণ্যে নতুন করে রেকর্ডটি লেখে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।