গুরু রামপালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৪
গুরু রামপালের আশ্রমে পুলিশের অভিযান, ছবি- এনডিটিভি

ভারতের বারওয়ালা আশ্রমের গুরু রামপালের ঘনিষ্ঠ সহযোগী পুরুষত্তম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আশ্রমের অনুসারীদের সঙ্গে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
 
২০০৬ সালে গুরু রামপালের অনুসারীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় জামিনে ছিলেন তিনি। মামলায় গত ৪ বছরে ৪৩ বার আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত করতে পুলিশকে নির্দেশ দেন হরিয়ানার একটি আদালত।
 
এরপর মঙ্গলবার দুপুরে তাকে ধরতে বারওয়ালার ওই আশ্রমে যায় পুলিশ। কিন্তু গুরু রামপালের নিজস্ব বাহিনী পুলিশকে আশ্রমে ঢুকতে বাধা দেয়। পরে রামপাল আশ্রমে লুকিয়ে আছেন মনে করে মঙ্গলবার সারারাত সেখানে অভিযান চালায় পুলিশ। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
উল্টো গুরু রামপালের অনুসারীরা হাত বোমা, অ্যাসিড, বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়। জবাবে পুলিশ জলকামান ও টিয়ার শেল ছুঁড়লে সংঘর্ষ বেধে যায়।
 
সংঘর্ষে ৭০ সাংবাদিকসহ ২০০ জনের বেশি আহত হন। সংঘর্ষের সময় আশ্রমে আসা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে গুরুর বাহিনী।
 
বুধবার বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে সকাল ১০টার আশ্রম খালি করতে সময় বেঁধে দেয় পুলিশ। এরপর  আশ্রম থেকে ১০ হাজারের মতো অনুসারী বের হয়ে আসেন। আশ্রমে এখনো ৫ হাজারের মতো অনুসারী রয়েছেন বলে মনে করছে পুলিশ।
 
তবে আশ্রম কর্তৃপক্ষ বলছে, গুরু রামপাল সেখানে নেই। গতরাতের অভিযানে আশ্রমে ৪ নারী মারা গেছেন বলেও অভিযোগ করে তারা।
 
তবে হরিয়ানা রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) এস এন বশিষ্ঠ বলছেন, রামপাল যে আশ্রমের ভেতরেই আছেন সে বিষয়ে শতভাগ নিশ্চিত। তাঁকে আদালতে হাজির করতে বদ্ধ পরিকর আমরা।
 
৬৩ বছর বয়সী গুরু রামপাল এক সময় হরিয়ানার পানিসেচ বিভাগের প্রকৌশলি ছিলেন। চাকরিচ্যুত হওয়ার পর তিনি গুরু হিসেবে রূপান্তরিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।