২৫ পৌরসভায় পুনঃতফসিলের দাবি জাপার


প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনে ২৫টি পৌরসভায় ভোট কারচুপির অভিযোগ এনে সেখানে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বুধবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া এ দাবি জানান।

তিনি বলেন, অনেকগুলো পৌরসভায় আমাদের মনোনীত প্রার্থীই ভোট দিতে পারেননি। ২৫টি পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এসব অভিযোগ তুলে জাতীয় পার্টির এ নেতা ২৫টি পৌরসভায় পুনঃতফসিল ঘোষণার আহ্বান জানান। এ সময় প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, দফতর সম্পাদক সুলতান মাহমুদসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।