আ.লীগ নেতাসহ দুই জনের শুনানি ১৪ মার্চ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পালাতক সাবেক মুসলিম লীগ নেতা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম (৬২) ওরফে রজব আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ ) ১৪ মার্চ দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
 
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আজ আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত। এদিন আদালতে প্রসিকিউটর রানা দাসগুপ্ত মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য দুই মাস (৬০ দিন) সময় আবেদন করেন। ওই আবেদন শুনানি করে এই দিন নির্ধারণ করে আদেশ দেন আদালত।

এর আগে গত ২৭ ডিসেম্বর মামলার তদন্ত শেষ করার পর তা চূড়ান্তভাবে প্রস্তুত করেন সংস্থা। বর্তমানে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী আমেরিকায় এবং রজব আলী দেশেই পলাতক।

তারা দুজনে মুক্তিযুদ্ধ চলাকালে পাশাপাশি তিন জেলার (হবিগঞ্জ জেলার লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে) বিভিন্ন অপরাধ  করেছেন। তদন্তে দুই জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।