সাত দিনে দুই মিলিয়ন ডলার খরচ করবেন ট্রাম্প


প্রকাশিত: ০৭:২৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচনে প্রচারণার জন্য তিনি প্রতি সপ্তাহে দুই মিলিয়ন ডলার (১৬ কোটি টাকা) খরচ করবেন। বিত্তশালী হিসেবে পরিচিত ট্রাম্প এর আগে বলেছিলেন, তার নির্বাচনী প্রচারণার খরচ নিজেই বহন করবেন। কোনো লবিস্ট গ্রুপ কিংবা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি অর্থ গ্রহণ করবেন না।

নিজের প্রচারণার সময় এখনো পর্যন্ত ট্রাম্প যেসব বক্তব্য রেখেছেন সেগুলো বিতর্কের সৃষ্টি করেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত।

তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে অভিহিত করে হোয়াইট হাউজ। এক বিবৃতিতে বলা হয়, তার এ বক্তব্য মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী। এদিকে নিউইয়র্কের সাবেক গভর্নর জর্জ পাটাকি রিপাবলিকান দলের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।