মিস ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতায় বাংলাদেশি তারান্নুম


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৯ নভেম্বর ২০১৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হওয়া মিস ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশি তারান্নুম। বিশ্বের বিভিন্ন দেশ ইসলামি দেশ থেকে প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেয়া হয়েছে সেরা ২৫ তরুণীকে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেরা সুন্দরীকে নির্বাচিত করা হবে আগামী শুক্রবার।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেসব বিষয় জরুরি, সেগুলো হলো- প্রতিযোগীকে অবশ্যই ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। প্রতিযোগির চলাফেরা, পোশাক-আশাক ও শিক্ষা-দীক্ষায় ইসলামি আদর্শের প্রতিফলন থাকতে হবে। এ ছাড়া সম্প্রদায়ের উন্নয়নের ব্যাপারেও তার চিন্তাভাবনা ও পরিকল্পনা থাকতে হবে।

বিশ্বব্যাপী মুসলিম নারীদের সহায়তায় পরিচালিত ওয়ার্ল্ড মুসলিমা ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে  থাকে। প্রথম ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের আগস্ট মাসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।