ভুবেনশ্বর কুমার ভারতের বর্ষসেরা ক্রিকেটার
২০১৩-১৪ মৌসুমে ভারতের বর্ষসেরা ক্রিকেট খেলোয়াড় মনোনীত হলেন জাতীয় দলের পেসার ভুবেনশ্বর কুমার। এছাড়া গত মৌসুমের পারফরমেন্সের বিচারে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন অনেকেই। আগামী ২১ নভেম্বর মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মনোনীত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানায় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এছাড়া আজীবন সম্মাননা দেয়া হবে ভারতের সাবেক অধিনায়ক দিলিপ ভেঙ্গসকারকে।
২০১৩-১৪ মৌসুমে ভারতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট-বল দু’বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করেন ভুবেনশ্বর। তাই গেল মৌসুমের পারফরমেন্সের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হলেন তিনি। এজন্য দ্য পলি উমরিগার অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে ভুবেনশ্বরকে।
এছাড়াও রঞ্জি ট্রফির ঘরোয়া আসরে দারুন পারফর্মের জন্য মনোনয়ন পেলেন কেদার যাদব। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান। আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকার করেন হিমাচল প্রদেশের রিশি ধাওয়ান। এজন্য তারও নাম রয়েছে মনোনীত খেলোয়াড়ের তালিকায়।
রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন জম্মু-কাশ্মিরের পারভেজ রসুল। আর ঘরোয়া টুর্নামেন্টের সেরা অলরাউন্ডারের জন্য মনোনয়ন পেলেন কর্ণাটকের বিনয় কুমার।
অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেয়া হবে ভেঙ্গসকারকে। ২০১৩ সালে আজীবন সম্মাননা জিতেছিলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। সূত্র-বাসস।